সহকারী লোকোমোটিভ এর কাজ কি?
সহকারী লোকোমোটিভ মাস্টার মূলত একজন রেলের ড্রাইভার বা চালক। এই পদের মূল কাজ হল ট্রেন পরিচালনা করা এবং ট্রেন কে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া। তবে এই পদে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর আপনাকে সরাসরি ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না।
আপনাদের কে একটি ট্রেনিং সেন্টারে পাঠাবে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি , হালিশহর ,চট্রগ্রাম এই একাডেমি তে সহকারী লোকোমোটিভ মাস্টারদের কে আগে প্রযাপ্ত পরিমান ট্রেনিং দেওয়া হবে। এখান থেকে ট্রেনিং শেষ করার পর প্রথমে মাল বাহী ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এরপর যাত্রীবাহী ট্রেন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সহকারী লোকোমোটিভ মাস্টারদের কে।
Noor Jahan Computer Academy
0 মন্তব্যসমূহ