তারিখ-০৬/০৭/২০২৪ খ্রিঃ
বরাবর
অধ্যক্ষ
আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ।
তুলাতলী, সাতকানিয়া, চট্টগ্রাম
বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।
জনাব
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি জুয়েল আহমদ, আপনার কলেজের একাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার পিতার পারিবারিক আর্থিক অনটন ও অসুস্থতার কারনে নির্ধারিত সময়ে কলেজের সকল প্রকার ফী ও বেতন পরিশোধ করতে পারিনি। উল্লেখ্য অবশ্যক যে, আমার পিতা আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এবং পিতার আয়ের উপর পরিবারের সকল ভোরণপোষণ খরচ বহন করা হয়।
অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, আমার পিতার অসুস্থতা ও পরিবারের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফী ও বেতন প্রদানের অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি কামনা করছি।
বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(জুয়েল আহমদ)
শ্রেণী-একাদশ
বিভাগ-বিজ্ঞান
রোল নং-৯০৯
0 মন্তব্যসমূহ