Hot Posts

6/recent/ticker-posts

এইচএসসির ফল তৈরির প্রস্তাব যাচাই চলছে: পরীক্ষা নিয়ন্ত্রক

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে, যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেই পরীক্ষাগুলোর জন্য বিভিন্ন প্রস্তাবনা এসেছে। এসব প্রস্তাবনাগুলি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে অধ্যাপক মো. আবুল বাশার বলেন, অনুষ্ঠিত পরীক্ষার নম্বর এবং অনুষ্টিত না হওয়া পরীক্ষার জন্য সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হবে। বর্তমানে ফলাফল তৈরির প্রক্রিয়ার বেশ কিছু বিষয় এখনও বাকি রয়েছে। এর মধ্যে বন্যা পরিস্থিতিও বিবেচনায় রাখা হচ্ছে।অন্যদিকে, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফলাফল তৈরির প্রাথমিক প্রস্তাবনা এখনো বোর্ডে পৌঁছায়নি। এই প্রস্তাব বোর্ডে আসার পর তা যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপরেই চূড়ান্তভাবে নির্ধারণ করা যাবে, কীভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ