**বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ পেয়ে বিভিন্ন স্কুল-কলেজের নতুন শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন বা এমপিও পাবেন। স্কুল-কলেজের এমপিও নীতিমালায় এ নির্দেশনা রয়েছে। তবে, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকরা যোগদান থেকে বেতন পাবেন না, কারণ মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় এ ধরনের কোনো ঘোষণা এখনো অন্তর্ভুক্ত হয়নি।
স্কুল-কলেজের নতুন শিক্ষকরা এমপিওভুক্ত হতে দেরি করলে, তারা যোগদান মাসের বেতন বকেয়া হিসেবে পাবেন। আগে চতুর্থ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল-কলেজে যোগদান করা শিক্ষকরা যোগদান মাস থেকেই বেতন পেয়েছেন। যাদের এমপিওর আবেদন করতে কয়েক মাস সময় লেগেছিল, তারা বকেয়া বেতন হিসেবে যোগদান মাসের বেতন পেয়েছেন।এনটিআরসিএর সুপারিশ পেয়ে** বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৯ হাজার ৫৮৬ জন নতুন শিক্ষক আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করবেন বলে জানানো হয়েছে।
২০২১ সালের ২৮ মার্চ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বেসরকারি স্কুল-কলেজের নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করে। নীতিমালার ১৭.৭ অনুচ্ছেদে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক-প্রদর্শকদের একাডেমিক সার্টিফিকেট, প্রয়োজনীয় কাগজপত্র, নিবন্ধন ও সুপারিশপত্র যথাযথ থাকলে এবং অতীতে কোনো অপরাধমূলক বা বিরূপ রেকর্ড না থাকলে ও প্রতিষ্ঠানে কর্মরত থাকলে, তাদের এমপিওভুক্তি যোগদানপত্র গৃহীত হওয়ার তারিখ থেকেই কার্যকর হবে।
অন্যদিকে, স্কুল-কলেজের এমপিও নীতিমালায় যোগদান থেকে বেতন পাওয়ার নির্দেশনা থাকলেও মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় এ ঘোষণা অন্তর্ভুক্ত নয়।
এই বিষয়ে জানাতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নাম প্রকাশ করতে অনিচ্ছুক একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, “এ বিষয়ে মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করছে। খুব অল্প সময়ে জনবল কাঠামো সংশোধন করা হচ্ছে। সেখানে বলা হয়েছে যেদিন থেকে শিক্ষকরা যোগদান করবেন, সেদিন থেকেই বেতনভুক্ত হবেন।”
উল্লেখ্য, এনটিআরসিএর সুপারিশ পেয়ে ১৯ হাজার ৫৮৬ জন নতুন শিক্ষক বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করবেন এবং আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে। সুপারিশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে প্রার্থীদের ৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে হবে। সুপারিশপ্রাপ্ত হবু শিক্ষকদের যোগদানে বাধা দিলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
0 মন্তব্যসমূহ