Hot Posts

6/recent/ticker-posts

এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষকদের যেসব কাগজপত্র প্রয়োজন


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ প্রকাশ করেছে। এতে ১৯ হাজার ৫৮৬ জনকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। নতুন শিক্ষকদের ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান করতে হবে। ২১ আগস্ট এনটিআরসিএর ওয়েবসাইটে চূড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ২২ হাজার ৩৩ প্রার্থীর মধ্যে ১৯ হাজার ৫৮৬ জনকে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত হয়ে যোগদানকারী শিক্ষক ও প্রদর্শকদের এমপিওভুক্তির জন্য প্রয়োজনীয় একাডেমিক সার্টিফিকেট, কাগজপত্র, নিবন্ধন এবং সুপারিশপত্র সঠিক থাকতে হবে। পূর্বে কোন অপরাধমূলক রেকর্ড না থাকলে এবং প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তাদের এমপিও কার্যকর হবে যোগদানপত্র গৃহীতের তারিখ থেকে।

যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন বা নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এমপিওভুক্তির জন্য আবেদন করতে হবে।

শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) আবেদনকারীর সকল তথ্য যাচাই করে। যোগ্যতা যাচাইয়ের পর নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মাসিক বেতন আদেশ (এমপিও) প্রদান করা হয়।
এমপিও আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা:
১. প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন পত্র।
২. আবেদনকারীর পূরণকৃত তথ্য ফরম।
৩. এসএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ।
৪. এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল সনদ
৫. স্নাতক (ডিগ্রী) বা সমমানের পরীক্ষার মূল সনদ।
৬. স্নাতকোত্তর (মাস্টার্স) বা সমমানের পরীক্ষার মূল সনদ।
৭. অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সনদ।
৮. বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন সনদ।
৯. এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।
১০. ডিগ্রী বা স্নাতক পরীক্ষার মার্কশিট।
১১. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নিয়োগপত্র।
১২. যোগদান পত্র।
১৩. ব্যাংক একাউন্ট স্লিপ ও ব্যাংক সার্টিফিকেট।
১৪. নিয়োগপ্রাপ্ত বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা।
১৫. লাইব্রেরি পার্টিকুলার্স (লাইব্রেরী সংক্রান্ত তথ্য)।
১৬. ল্যাবরেটরী পার্টিকুলার্স (ল্যাব্রেটরি বা বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য)।
১৭. শিক্ষক-কর্মচারীদের তথ্য বিবরণী।
১৮. নিয়োগকৃত পদে পূর্বে কর্মরত শিক্ষক-কর্মচারীদের পদত্যাগপত্র অথবা মৃত্যু সনদ অথবা অব্যাহতি পত্র।
১৯. পদত্যাগ/অবসরপ্রাপ্ত/অব্যাহতি প্রাপ্ত শিক্ষক-কর্মচারীর ব্যাংক নন-ড্রয়াল সার্টিফিকেট।
২০. শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত সর্বশেষ স্বীকৃতির কপি।
২১. শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশেষ কমিটি অনুমোদনের কপি।
২২. লোকেশন সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য)।
২৩. সভার অধিবেশন বা রেজুলেশন সমূহের কপি।
২৪. ই-রিকুইজিশন কপি এবং এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির কপি অথবা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির কপি।
২৫. শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি।
২৬. শিক্ষা প্রতিষ্ঠানের শেষ এমপিও কপি।
২৭. নিয়োগ সংক্রান্ত সভার অধিবেশন বই বা রেজুলেশনের কপি সমূহ।
২৮. নিয়োগ পরীক্ষার ফলাফল/জাতীয় মেধা তালিকার কপি/এসএমএস এর কপি।
২৯. এনটিআরসিএ থেকে প্রাপ্ত রিকমেন্ডেশন লেটার।
৩০. বর্তমান কমিটির অনুমোদনের কপি।
৩১. সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা বিভাগ খোলার অনুমতি কপি।
৩২. শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা।
৩৩. মহাপরিচালকের প্রতিনিধির মনোনয়নের কপি।
৩৪. অন্যান্য কাগজপত্র।

বি:দ্র: সঠিক ও নির্ভুলভাবে এমপিওভুক্তির আবেদন করতে যোগাযোগ করুন: মো: ইমন, আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ, কম্পিউটার অপারেটর, মোবাইল: 01824649465


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ