বরাবর,
অফিসার ইনচার্জ সাতকানিয়া থানা চট্টগ্রাম।
বিষয়:- অভিযোগ।
বাদী:- আলমগীর (৩০), পিতা- ..............., সাং- ছদাহা, গাউছড়িকুল, ০৩নং ওয়ার্ড, ছাদাহা ইউপি, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
বিবাদী:- অজ্ঞাতনামা, মোবাইল নং-
১। ০১৩...................৫৬,
২।০১৬....................৫৯,
৩।০১৩....................৬৭,
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এ যে, আমি নিম্ন স্বাক্ষরকারী আলমগীর থানায় হাজির হইয়া অজ্ঞাতনামা বিবাদীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, জৈনক আব্দুর রশিদ আমার একজন সু-পরিচিত ব্যক্তি। আব্দুর রশিদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করিতেছে। আব্দুর রশিদ আমার সু-পরিচিতি ব্যক্তি হওয়ায় তার সহিত আমার প্রায় সময় টাকা পয়সার লেনদেন হত। গত ২৪/০৮/২৪ইং তারিখ সকাল অনুমান ০৯.৫৫ ঘটিকার সময় আব্দুর রশিদের হোয়াটর অ্যাপ নাম্বার +৯৬৬৫................৩১০ হইতে আমার হোয়াটস অ্যাপ নাম্বার ০১৮...................৩৪ এ মেসেজ করিয়া কিছু বিকাশ নাম্বার দেয় এবং উক্ত নাম্বারের কিছু টাকা পাঠাতে বলে। আমি আব্দুর রশিদের দেওয়া প্রদত্ত বিকাশ নাম্বার ০১৩৩......৭১৫৬ এ আমার বিকাশ নাম্বার ০১৭৩......৪৩৪ হইতে ২৫,০০০/- টাকা, ০১৮২.......৩০০ হইতে ১৫,১৫০/- টাকা, ০১৩০.......৮২৩ হইতে ৬৫০/-টাকা এবং ০১৩৩........৯৬৭ এ আমার বিকাশ নাম্বার ০১৩০........৮২৩ হইতে আবারো ২০,২৪৫/- টাকা, ০১৮৯.......৬৩৪ হইতে ৫,২৫৫/- টাকা, এবং ০১৬১.......৯৫৯ এ আমার বিকাশ নাম্বার ০১৮৫.......৪৯৮ হইতে ১৯,৯৫৫/- টাকা, ০১৭৫........০৩৪ হইতে ৫,৬৪৫/- টাকা, ০১৮৪........২০১ হইতে ৫,০০০/- টাকা করে সর্বমোট ৯৬,৯০০/- টাকা পাঠাইয়া দিই। ঐদিন রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় আমি আব্দুর রশিদকে ফোন করিয়া তাহার হোয়াটস অ্যাপ নাম্বার হইতে মেসেজ এর মধ্যেমে তাহার দেওয়া প্রদত্ত নাম্বার এ সর্বমোট ৯৬,৯০০/- টাকা পাঠাইয়াছি মর্মে বলিলে আব্দুর রশিদ আমাকে বলে যে, সে আমাকে কোন ধরনের টাকা পাঠানোর জন্য নাম্বার দেয়নি এবং তাহার হোয়াটস অ্যাপ নাম্বার হ্যাক হইয়াছে। তখন আমি বুঝতে পারি যে, অজ্ঞাতনামা বিবাদী আব্দুর রশিদের হোয়াটস নাম্বার হ্যাক করিয়া আমার হোয়াটস অ্যাপ এ মেসেজ করে অজ্ঞাতনামা বিবাদীর বিকাশ নাম্বার দেয় এবং আমি উক্ত নাম্বার গুলোতে মোট ৯৬,৯০০/- টাকা পাঠাইয়া দিই। উক্ত বিষয়টি আমি এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করিয়া অত্র থানায় অভিযোগ দায়ের করিলাম।
অতএব, মহোদয় উল্লেখিত বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনে আপনার সদয় মর্জিহ হয়।
তারিখঃ- ২৬-০৮-2028
নিবেদক
(জাহাঙ্গীর আলম)
০১৬........৭২৬
Word পেতে এখানে ক্লিক করুন।
0 মন্তব্যসমূহ